গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ। উক্ত মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর সম্মানিত সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জনাব দিলরুবা আহমেদ অনলাইনে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুকুমার সাহা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন এর মাধ্যমে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এবং প্রচলিত ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় জেলার পুলিশ সুপার, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইটভাটার মালিকগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS