অদ্য ২৭.০৯.২০২২ খ্রি. তারিখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারীত্বমূলক প্রকল্পের আওতায় উচ্চ শব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ
ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এমাদুল হোসেন এর নেতৃত্বে হাটচন্দ্রা, জামালপুর সদর, জামালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি যানবাহনকে শব্দদূষণের অপরাধে মোট ৪,৫০০/- জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীগনকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে এরূপ কার্যক্রম চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস