অদ্য ২৯/১১/২০২২ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন, বকশিগঞ্জ এর সহযোগিতায় বকশিগঞ্জ উপজেলার নয়াপাড়া মোড় এলাকায় অবস্থিত মেসার্স তনয় ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিরেকে ইটভাটায় ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস