০৬ জুন ২০২২ রোজ সোমবার জেলা প্রশাসন, জামালপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রহিমা আক্তার ইতি-এর নেতৃত্বে জামালপুর জেলার সদর উপজেলার আমলাপাড়া (দেওয়ানপাড়া) নামক স্থানে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার/হাসপাতাল-এর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ০১(এক) টি প্রতিষ্ঠানকে (জামালপুর এপোলো হাসপাতাল) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস