Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পরিবেশ দূষণের দায়ে জামালপুর জেলার ০৬ (ছয়) টি ইটভাটাকে মোট ২৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বিস্তারিত

পরিবেশ দূষণের দায়ে জামালপুর জেলার ০৬ (ছয়) টি ইটভাটাকে মোট ২৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অদ্য ২৯/১২/২০২২ খ্রি.  তারিখে পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের এর উপ পরিচালক  ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবেল মাহমুদ মহোদয়ের নেতৃত্বে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মেসার্স অরিত্র ব্রিকস কে ০৫ লক্ষ টাকা, মেসার্স আরএসএস ব্রিকস কে ০৫ লক্ষ টাকা, মেসার্স রুপসী ব্রিকস কে ০৫ লক্ষ টাকা,  মেসার্স সিনহা ব্রিকস কে ০৫ লক্ষ টাকা,  মেসার্স আকাশ ব্রিকস-১ কে ০৪ লক্ষ টাকা এবং মেসার্স আকাশ ব্রিকস-২ কে ০৪ লক্ষ টাকা সর্বমাট ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়। উক্ত ইটভাটাগুলোর মধ্যে আরএসএস ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে ফেলা হয় এবং বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া, ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ বা বন কাঠ ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুদ রানা। মোবাইল কোর্টের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জামালপুর জেলা পুলিশের পক্ষ হতে সহায়তা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
29/12/2022
আর্কাইভ তারিখ
29/12/2027