কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ অনুসারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা (কঠিন বর্জ্য সংগ্রহকরণ, পৃথকীকরণ ও চূড়ান্ত পরিত্যজন) না থাকায় একটি হাসপাতালকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
২৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ রোজ বুধবার জেলা প্রশাসন, জামালপুর-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রহিমা আক্তার ইতি-এর নেতৃত্বে জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় অবস্থিত তালুকদার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উক্ত হাসপাতালকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ অনুসারে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর বিধি ১৫ অনুসারে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস